পিএসজি’র মাঠে ভালোবাসায় সিক্ত হলেন মেসি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ অনলাইন ডেস্ক : বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে যোগ দিয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। এবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ভ্ক্তদের মাঝে মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিল পিএসজি। এ সময় ভক্তদের ‘অবিশ্বাস্য’ অভ্যর্থনা পেলেন আর্জেন্টাইন জাদুকর। শনিবার স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। মেসি যে এ ম্যাচে থাকছেন না তা নিশ্চিত ছিল আগে থেকেই। তবে ম্যাচ শুরুর আগে মেসি ও এই মৌসুমে দলে ভেড়ানো আরও চার তারকাকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় পিএসজি। মেসি ছাড়া অন্য চারজন হলেন- সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জর্জো ভাইনালডাম ও জিয়ানলুইজি দোন্নারুম্মা। পরে গ্যালারিতে বসে খেলো দেখেন মেসি। নেইমারও এ ম্যাচে ছিলেন না। দুই বন্ধুকে পাশাপাশি বসেই খেলা দেখতে খেলা গেছে। ম্যাচটা ৪-২ গোলে জিতেছে পিএজসি। Related posts:টাইগারদের ঐতিহাসিক ম্যাচে ঐতিহাসিক জয়মেসিকে নেইমারের ফোন, পিএসজিতে চলে আসো বন্ধু!এশিয়া কাপে বাংলাদেশের সেরা বোলার যারা Post Views: ১৭৮ SHARES খেলাধুলা বিষয়: