কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

স্বাস্থ্য ডেস্ক : কিডনি আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। কিডনি অকেজো হলে শরীরে দূষিত পদার্থ জমে যায় ফলে নানান উপসর্গ দেখা দেয়।সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে ও সময়মতো চিকিৎসা চিকিৎসা নিলে কিডনি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

যেসব খাবারে কিডনি ভালো থাকে:
প্রতিদিন অন্তত ৮ গ্লাস (২ লিটার) বিশুদ্ধ পানি পান করা। তবে ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে অধিক পানি পান করা প্রয়োজন।

প্রচুর ফল ও সবজি: 
দানা বা বীজ জাতীয় খাদ্য খান যেমন ব্রেড, নুডুলস, বাদাম ইত্যাদি। সপ্তাহে অন্তত একটি কচি ডাবের পানি পান করুন। প্রতিদিন অন্তত চারটি থানকুচি পাতা খেতে হবে। শশা, তরমুজ, লাউ, বাঙ্গি, কমলালেবু, লেবু, মাল্টা, ডালিম, বীট, গাজর, আখের রস, বার্লি, পিয়াজ, সাজনা ইত্যাদি পরিমাণ মতো খেতে হবে।

পাথরকুচি: 
গবেষণায় দেখা গেছে পাথরকুচি পাতার নির্যাস কিডনি পাথরী ধ্বংস করতে খুবই কার্যকর ভূমিকা পালন করে।