ঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও বিংস প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিসিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন। সভায় বিংস্ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা পর্যায়ে গত ১ বছরের পুষ্টি বিষয়ে প্রকল্পের বিভিন্ন বাস্তবায়নকৃত কার্যক্রম তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা নিয়মিত হলে সকল বিভাগের পুষ্টি কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং উন্নয়ন আরও গতিশীল হবে।
ওইসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, বিংস প্রজেক্ট এর হেলথ প্রজেক্ট অফিসার জেমস উজ্জল শিকদার, প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারা, ইউপি চেয়ারম্যানগণ ও উপজেলা পুষ্টি কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।