শেরপুরে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন হাসেম আহমেদ সিদ্দিকী বাবু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু। শনিবার (১৭ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা রাখার স্বার্থে শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. হাসেম আহমেদ সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্ত ক্রমে এ অনুমোদন দেওয়া হলো। উল্লেখ্য, ২০২৩ সালের ৩ ডিসেম্বর শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হাসান আনন্দকে সভাপতি, মো. হাশেম আহম্মেদ সিদ্দিকীকে সিনিয়র সহসভাপতি, মো. জাহিদ হাসান টিটুকে সহসভাপতি, মো. নাঈম হাসান উজ্জলকে সাধারণ সম্পাদক, মির্জা ইমরুল কায়েস রিয়াদকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. সাকিবুল হাসান তারা ও মো. মনির হোসেন শান্তকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মো. জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। Related posts:ঝিনাইগাতীতে নবনির্বাচিত ইউপি সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিতশ্রীবরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনঝিনাইগাতীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ Post Views: ৬৮ SHARES শেরপুর বিষয়: