রাজনীতিকে গণতান্ত্রিক রূপ দিতে সবচেয়ে বড় বাধা বিএনপি : কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১ অনলাইন ডেস্ক : বাংলাদেশের রাজনীতিকে গণতান্ত্রিক রূপ দিতে বিএনপি সবচেয়ে বড় বাধা বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৫ আগস্ট বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আইন বিষয়ক উপকমিটি আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এমন অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের এতো বড় দুঃসাহস হতো না। তিনি দাবি করেন, ইতিহাস নিয়ে কানামাছি খেলা করেছে বিএনপি। তিনি বলেন, এদের খুনের রাজনীতির জনক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক শক্তির একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল হচ্ছে বিএনপি। বেগম জিয়ার একাধিক ভুয়া জন্মদিন পালন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সঠিক জন্মদিন কবে তা জানতে চাইলে তিনি সঠিক জবাব না দিয়ে আবোলতাবোল বলেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির কাছে ওবায়দুল কাদের জানতে চান, আর কতদিন ইতিহাসের ফুটনোটকে ইতিহাসের নায়ক বলবেন। Related posts:দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ থেকে বিরত থাকার আহ্বান কাদেরেরঝিনাইগাতীতে তাঁতীলীগের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি মহল : ওবায়দুল কাদের Post Views: ১৮২ SHARES রাজনীতি বিষয়: