আর বাধা নেই সিনোফার্মের টিকা গ্রহণকারীদের ওমরাহ হজ পালনে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১ অনলাইন ডেস্ক : চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা গ্রহীতারা সৌদি আরবে সরাসরি প্রবেশ করতে পারবেন। এর আগে গতকাল মঙ্গলবার দেশটি এই দুই করোনার টিকার অনুমোদন দেয়। এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালনে আর বাধা রইল না। আরব নিউজের প্রকাশিত খবরে বলা হয়েছে, এ পর্যন্ত সৌদি সরকার মোট ছয়টি করোনার টিকার অনুমোদন দিয়েছে। সেগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন, মডার্না, সিনোভ্যাক ও সিনোফার্ম। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা গ্রহীতারা এখন থেকে সৌদি আরবে সরাসরি প্রবেশ করতে পারবেন। এর আগে তারা এই দুইটি টিকা গ্রহীতাদের তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে সৌদি আরবে অনুমোদিত চারটি টিকার ( অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না) যেকোনো একটি টিকার বুস্টার ডোজ নেওয়ার কথা বলেছিল। এর আগে দেশটির কর্তৃপক্ষ জানায়, যেসব বিদেশি পর্যটক সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া আছে, তারাই কেবল ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এই ঘোষণার পরে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের মধ্যে ওমরাহ হজ পালনে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। তবে সৌদি আরবের সর্বশেষ ঘোষণায় সেই শঙ্কা কেটে গেছে। উল্লেখ্য, বাংলাদেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। Related posts:কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়াপবিত্র আশুরা; কারবালার আদর্শ অনুসরণীয়ফেরেশতার মাধ্যমে মানুষ যেভাবে পেল দ্বীনের সঠিক শিক্ষা Post Views: ৩৮২ SHARES ইসলাম বিষয়: