এবার হলিউডে নতুন পরিচয়ে দীপিকা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১ বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন আবারও হলিউডে পাড়ি দিচ্ছেন। একটি রোম্যান্টিক কমেডি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ইরস কর্পোরেট গ্লোবাল কর্পোরেশন ডিভিশনের প্রযোজনায় তৈরি হবে সিনেমাটি। আর এই সিনেমায় দীপিকা শুধু অভিনয় করবেন না। এর মাধ্যমে হলিউডে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটবে তার। দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস সিনেমাটির সহ-প্রযোজনার দায়িত্বে থাকবে। দীপিকা জানান, বিশ্বজুড়ে ভালো এবং অর্থবহ সিনেমা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন। তাই এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বসিত। একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থাও দীপিকাকে পেয়ে আনন্দিত। ২০২০ সালে ‘ছপক’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছিলেন দীপিকা। হলিউডের সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর পুনর্নির্মাণের কথাও ঘোষণা করেন তিনি। রবার্ট ডি নিরো যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। অ্যান হ্যাথওয়ে অভিনীত চরিত্রে থাকবেন দীপিকা নিজে। প্রসঙ্গত, দীপিকা পাডুকোন প্রেম করতেন রণবীর কাপুরের সঙ্গে। সেই প্রেম ভেঙে যাওয়ায় তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন। এরপর তার জীবনে আসেন রণবীর সিং। তারা ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৮ সালের নভেম্বরে। সংসারের পাশাপাশি দীপিকা-রণবীর তাদের ক্যারিয়ারও সামলাচ্ছেন। কবীর খানের পরিচালনায় ’৮৩’ সিনেমার কাজ সেরেছেন রণবীর। অন্যদিকে দীপিকা কাজ করছেন শাহরুখ খানের ‘পাঠান’-এ। Related posts:আসিফের মাদক মামলার প্রতিবেদন ১৫ অক্টোবরগ্রিন কার্ড পেলেন শাকিবশাকিব খানের নতুন সিনেমার নায়িকা সালওয়া! Post Views: ১৮৪ SHARES বিনোদন বিষয়: