সংসদ সদস্য স্বপনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এরআগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত সোয়া ৩টার দিকে তুরস্কের একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি হাসিবুর রহমান স্বপন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। এমপির ব্যক্তিগত সহকারী ও শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আশিকুল হক দিনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার তার মরদেহ বাংলাদেশে আনা হবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজা শেষে দাফন করা হবে। Related posts:বাংলাকে সারা বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রীরাজপথে চেঁচামেচি করে কোটা বাতিল করা যাবে না : আইনমন্ত্রীআন্তর্জাতিক মানের ভোট চায় ইউরোপীয় ইউনিয়ন : সিইসি Post Views: ২১৩ SHARES জাতীয় বিষয়: