বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১ হৃদরোগে আক্রান্ত হয়ে ২ সেপ্টেম্বর্ বৃহস্পতিবার মারা গেছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিগ বসজয়ী ১৩ আসরের বিজয়ী সিদ্ধার্থ। জানা গেছে, বুধবার রাতে প্রত্যেক দিনের মতো ওষুধ খেয়ে ঘুমাতে যান সিদ্ধার্থ শুক্লা। রাতেই ঘুমের মধ্যে অভিনেতা হৃদরোগ আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন চিকিৎসকরা। ‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তাক’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাকে। ‘ঝলক দিখলা জা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর : খতরো কে খিলাড় ‘, ‘বিগ বস’র মতো জনপ্রিয় শোতে অংশ নিয়ে আলোচিত হয়েছেন তিনি। সম্প্রতি ‘বিস বস ওটিটি’তেও হাজির হয়েছিলেন তিনি। পাশাপাশি একতা কাপুরের শো ‘ব্রোকেন বাট বিউটিফুল থ্রি’তে অভিনয় করেছিলেন। Related posts:বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশীরণবীরের সঙ্গে কাজ করতে চান না শ্রদ্ধাশিল্পা ঘুমিয়ে পড়লে শ্যালিকা শমিতার সঙ্গে 'পার্টি' করতেন রাজ Post Views: ২০০ SHARES বিনোদন বিষয়: