কোহলিকে চ্যালেঞ্জ করবেন না, অমিতাভ বচ্চনকে সৌরভ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১ অনলাইন ডেস্ক : ভারতের অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলির অন্যতম সেরা জয় নিঃসন্দেহে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল ম্যাচ। ২০০২ সালে ওই ম্যাচে ইংলিশদের বিরুদ্ধে ৩২৫ রান তাড়া করে জিতেছিল ভারত। তারপর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে ওড়ানোর দৃশ্য ভারতীয় ক্রিকেট অনুরাগীদের স্মৃতিতে আজীবন অমলিন থেকে যাবে। সৌরভের মতো আগ্রাসী মনোভাবই রয়েছে ভারতের ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির। তাই সৌরভের মতে, কোহলিকে জার্সি ওড়ানো নিয়ে চ্যালেঞ্জ করা মোটেই উচিত নয়। সৌরভের ধারণা, লর্ডস তো দূর, কোহলি ইংল্যান্ডের যে কোনো জায়গায় খালি গায়ে হেঁটে চলে বেড়ানোর সাহস রাখেন। অমিতাভ বচ্চন পরিচালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেছেন সৌরভ। প্রথমে জার্সি ওড়ানোর প্রসঙ্গে সৌরভ বলেন, “আমার মনে আছে, এক বার মেয়ে জিজ্ঞাসা করেছিল কেন আমি ওই কাজ করেছি। পরে আরও অনেকে জিজ্ঞাসা করেছেন। কোথাও সঠিক উত্তর দিতে পারিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আমার ২০ হাজারের উপরে রান রয়েছে। কিন্তু এখনও লোকে লর্ডসের ব্যালকনির ওই দৃশ্য নিয়েই প্রশ্ন করে।” উত্তরে অমিতাভ বচ্চন জানান, সৌরভ এবং তার দল যা করেছিলেন তার জন্য গোটা ভারত গর্বিত হয়েছিল এবং তার মতো সাহসী অধিনায়ক ছিলেন বলেই এই কাজ করতে পেরেছিলেন। এরপরেই সৌরভ বলেন, “বিরাট কোহলিকে কিন্তু কোনো দিন এ ব্যাপারে চ্যালেঞ্জ করবেন না। ও কিন্তু অক্সফোর্ড স্ট্রিটেও জামা ছাড়া ঘুরে বেড়াতে পারে।” সূত্র: আনন্দবাজার। Related posts:প্রথমবার একসঙ্গে মৌ ও ফেরদৌসঅভিনেতা সাদেক বাচ্চু আর নেইপ্রথম সিনেমা কলকাতায়, শুটিং এ লন্ডন যাচ্ছেন ফারিণ Post Views: ১৬৭ SHARES বিনোদন বিষয়: