৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের নির্দেশ হাইকোর্টের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১ স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনকের ৭ মার্চের ভাষণের আঙ্গুল উঁচানোর ভাস্কর্য স্থাপনের জন্য বলেছেন আদালত। এছাড়া ভাস্কর্য স্থাপনের জন্য একটি কমিটি করতে বলা হয়েছে। ৮ সেপ্টেম্বর বুধবার হাইকোর্টের বিচারপতির এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দীনের বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমেক নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ড. মো. বশির আহমেদ। Related posts:হাইকোর্টের আইনজীবী হতে এবার প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবেশেরপুরে স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছরের কারাদণ্ড২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ Post Views: ১৮৮ SHARES আইন-আদালত বিষয়: