নালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে মহিষ পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১

রবিউল ইসলাম : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মহিষ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নালিতাবাড়ীতে ২০২১-২২ অর্থ বছরের ০৬-০৮ সেপ্টেম্বর /২০২১ পর্যন্ত ৩ দিন ব্যাপি মহিষ পালনকারী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৩০ জন মহিষ পালনকারী কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ সুশান্ত কুমার হালদার, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মােঃ আব্দুল হাই। অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মতিউর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা উম্মুল ওয়ারা এলডিডিপি প্রমুখ। প্রশিক্ষকগন মহিষ পালনের গুরুত্ব,জাত ভেদ পরিচিতি ও পালন পদ্ধতি সহ খাদ্য ব্যবস্থাপনা,কৃমি মুক্তকরন,বাসস্থান,কৃত্রিম প্রজনন, মােটাতাজাকরন কৌশল,রােগবালাই, টিকা,ঘাসচাষ আরও ইত্যাদি বিষয়ে আলােচনার মাধ্যমে প্রশিক্ষণ করেন। এ প্রকল্পের আওতায় আগামী নভেম্বর / ২০২১ থেকেই মহিষের কৃত্রিম প্রজনন কার্যক্রম শুরু হবে। এতে করে এ অঞ্চলে মহিষের জাতের উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি সহ সার্বিক উন্নয়ন উন্নতি বাস্তবায়নের কুলা কৌশল ব্যক্ত করেন।