শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১ শেরপুরে নায়েক-কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, বিপিএম (বার)। তিনি ৮ সেপ্টেম্বর বুধবার সকালে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী ও কমান্ড্যান্ট (এসপি) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আব্দুল্লাহ আল মাহমুদ। পরিদর্শনের শুরুতেই তিনি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শেরপুর জেলা পুলিশের একটি চৌকস দলের সালামী গ্রহণ করেন। পরে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টের কার্যালয়, দক্ষতা উন্নয়ন কোর্সের ক্লাস, ড্রিল সেড, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ, পুলিশ পরিদর্শক (ইন-সার্ভিস) মো. আমিনুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স বিরাজ চন্দ্র সরকার, টিআই (যানবাহন শাখা) নাছিমুল হায়দার, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। Related posts:শেরপুরে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিতশ্রীবরদীতে মহান বিজয় দিবস উদযাপনডেভেলপমেন্ট কাপের জন্য শেরপুরে ৭ কিশোর ফুটবলার বাছাই Post Views: ২৫৭ SHARES শেরপুর বিষয়: