শেরপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

শেরপুরে জেলা পুলিশের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গত মাসে রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম সহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর-শেরপুর) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মৃনাল কান্তি সাহা, শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজ নাজনীন, ডিআইও-১ মো. জাহাঙ্গীর আলম, ডিবির পরিদর্শক মো. রেজাউল হক, কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমানসহ সিআইডি, পিবিআই এর প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে সনদপত্র ও অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে সদর থানার এসআই (নিরস্ত্র) আব্দুস সালাম ও এএসআই (নিরস্ত্র) কবির হোসাইন, সাজা তামিলকারী অফিসার সদর থানার এসআই (নিরস্ত্র) আব্দুস সালাম ও নকলা থানার এএসআই (নিরস্ত্র) রতন চৌধুরী, সেরা উদ্ধারকারী অফিসার ডিবির এসআই (নিরস্ত্র) আজিজুল হাসান।