নকলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা ইউএনওকে সংবর্ধনা

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১

শেরপুরের নকলায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুর রহমানকে সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ। ২ অক্টোবর শনিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ওই সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সহকারি শিক্ষক মুক্তার হোসেন, সুরঞ্জিত কুমার বণিক, আবু হানিফ, শাহানাজ পারভীন, চারমিনা বেগম, কাজল রেখা, তাপসী পন্ডিত, হালিমা বেগম, গৌরী রাণী বণিক, দেলুয়ারা বেগম প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।