নকলায় পূজা উদযাপন পরিষদ ও পূজারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১ শেরপুরের নকলায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মন্ডপের সার্বিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। ২ অক্টোবর শনিবার সকালে থানা কম্পাউন্ডে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান। বক্তব্য রাখেন ওসি (তদন্ত) ইসকান্দার হাবিব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক, পৌর শাখার সভাপতি শ্যামল সূত্রধর প্রমুখ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, বিদ্যুতের ব্যবস্থা না থাকলে পুজা মন্ডপ কমিটিকে রাতের বেলায় মন্ডপ এলাকায় জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে ছেলেমেয়েদেরকে বসার জন্য আলাদা ব্যাবস্থা করতে হবে। সন্ধ্যার পূর্বেই দিনের কর্মসূচি শেষ করতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে হবে। মন্ডপ এলাকায় কেউ মাদকদ্রব্য সেবন করলে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এসময় উপজেলায় ১৯টি পুজা মন্ডপের নেতৃবৃন্দ, পুজারি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুম, সেক্রেটারি মিল্লাতশেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাশিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের মৃত্যুতে শেরপুর জেলা যুব মহিলা লীগের দোয়া মাহফিল Post Views: ১৬২ SHARES শেরপুর বিষয়: