আবারও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মেরাজ উদ্দিন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মেরাজ উদ্দিন। ২৭ ফেব্রুয়ারি শনিবার প্রেসক্লাবের শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত ওই নির্বাচনে ৪৫ ভোট পেয়ে ফের নির্বাচিত হন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল পেয়েছেন ৩২ ভোট। এদিকে প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শরিফুর রহমান জানান, শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৭৭ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলাফল ঘোষণার পরপরই বিজিত প্রার্থী আদিল মাহমুদ উজ্জল বিজয়ী প্রার্থী মেরাজ উদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে তাকে সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রেসক্লাবের সাধারণ সভায় শরিফুর রহমান ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, জিএম আজফার বাবুল সিনিয়র সহ-সভাপতি ও মানিক দত্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে ২৭ ফেব্রুয়ারি শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচনের সিদ্ধান্ত হয়। নির্বাচনের পর সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকরা বসে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে। Related posts:শেরপুর হাসপাতালে স্বজনদের অভিযোগ ভুল ইনজেকশন, চিকিৎসকরা বলছেন ম্যাস হিস্টিরিয়াঝিনাইগাতীতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধুর লাশ উদ্ধার : স্বামী গ্রেফতারঝিনাইগাতীতে জিংক ধান ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪ এর বীজ বিতরণ Post Views: ১৫২ SHARES শেরপুর বিষয়: