বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক যত্নে লালন করব : মুখ্যমন্ত্রী মমতা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাম্প্রতিক উপনির্বাচনে জয়লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা ড. মোমেনের এক অভিনন্দন বার্তার প্রতিউত্তরে এ ধন্যবাদ জানান তিনি। এ সময় বাংলাদেশ অত্যন্ত কাছের উল্লেখ করে মমতা ব্যানার্জি বলেন, ‘ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই সুসম্পর্ক আগামী দিনে খুবই যতেœর সঙ্গে লালন করব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ বরাবর আমাদের ওপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেব, সুখে-দুঃখে সবসময় তাঁদের পাশে থাকব। মমতা ব্যানার্জি ড. মোমেন ও তার পরিবারের সদস্যদের শারদীয়র আগাম শুভেচ্ছা জানান। Related posts:উত্তাল পাকিস্তান: নিরাপত্তা সদস্যসহ নিহত ৫, ইসলামাবাদে সেনা মোতায়েনজন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্পপোপ ফ্রান্সিস আর নেই Post Views: ১৮১ SHARES আন্তর্জাতিক বিষয়: