‘নোবেলকে মানসিকভাবে অসুস্থ’ বলে ডিভোর্স দিলেন স্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১ ভারতীয় টিভির সারেগামাপা থেকে জনপ্রিয়তা পাওয়া গায়ক নোবেল। তবে প্রতিযোগিতাটি থেকে উঠে আসার পর গানের চেয়ে বিতর্কিত কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় তিনি। নোবেল মানেই যেনো বিতর্ক, যে বিতর্কের শেষ কোথায় কেউ জানে না। এবার নোবেল আলোচনায় এলেন নতুন করে। তাকে ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর এই তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সালসাবিল। দুপুরে মেহরুবা সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীর নেশা রয়েছে। আমাকে নানাভাবে নির্যাতন করত- এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’ এদিকে বিচ্ছেদের বিষয়টি ফেসবুকে মঈনুল আহসান নোবেলও জানিয়েছেন। তিনি ফেসবুকে শুধু ‘ডিভোর্স’ লিখে স্ট্যাটাস দিয়েছেন। ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ে হয় মঈনুল আহসান নোবেলের। একই বছর ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের নোবেল। Related posts:'হ্যালো বেবি' দিয়ে প্রশংসিত তাহসান-মিমসীমান্ত পেরিয়ে দলে দলে বাংলাদেশে ঢুকছে ভারতীয় হাতিআলিয়ার লেহেঙ্গায় রণবীরের পা, নেটিজেনরা বলছেন ‘ব্যাড চয়েস’ (ভিডিও) Post Views: ২৬৯ SHARES বিনোদন বিষয়: