পুনরায় নির্মিত হচ্ছে সালমান-ক্যাটরিনার ‘দিল দিয়া গাল্লান’

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

২০১৯ সালে ‘দিল দিয়া গাল্লান’ গানটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় সালমান খান-ক্যাটরিনা কাইফের রসায়নও দর্শকদের নজর কেড়ে নেয়। আতিফ আসলামের গাওয়া রোমান্টিক গান হিসেবেও সবাই এটি বেশ পছন্দ করেন।
জানা গেছে, ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার রোমান্টিক এই গানটি পুনরায় নির্মিত হতে যাচ্ছে। এই গানে ‘টাইগার থ্রি’তে আরও একবার রোমান্স করতে দেখা যাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে-ই।

২০১২ সালের ব্লকবাস্টার হিট ‘এক থা টাইগারে’র দ্বিতীয় পর্ব হিসেবে নির্মিত হয় ‘টাইগার জিন্দা হ্যায়’। এরই নতুন কিস্তি ‘টাইগার থ্রি’র ‘দিল দিয়া গাল্লান’ ব্যবহার হচ্ছে। সিনেমাটি সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি রাশিয়া, তুর্কি ও ভিয়েনায় সম্পন্ন হয়েছে ‘টাইগার থ্রি’র শুটিং। ‘দিল দিয়া গাল্লান’র শুট হয়েছে ভিয়েনাতে।
যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে টাইগার সিরিজের তৃতীয় সিনেমাটি। পরিচালনা করছেন মণীশ শর্মা। এই সিনেমায় সালমান খান ও ক্যাটরিনা ছাড়াও ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমী। ‘টাইগার থ্রি’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী বছরের শেষের দিকে।