৫ কোটি টাকার স্বর্ণসহ চট্টগ্রামের শাহ আমানতে নিরাপত্তা প্রহরী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০টি স্বর্ণের বার নিয়ে বের হওয়ার সময় সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা প্রহরী আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম বেলাল উদ্দিন। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের দাম আনুমানিক ৫ কোটি ৪৪ লাখ টাকা বলে জানা গেছে। ৯ অক্টোবর শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) ও শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম বিমান বন্দর শাখা তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ। তিনি বলেন, এয়ারপোর্ট থেকে অবৈধ স্বর্ণের চালান বের হবে বলে একটি গোপন সংবাদ ছিল। বেলাল উদ্দিন টার্মিনাল থেকে বের হতে গেলে তার দেহ তল্লাশি করে স্বর্ণ জব্দ করা হয়। তিনি আরও বলেন, বেলাল এখনও স্বীকার করেনি স্বর্ণগুলো কোথায় থেকে এসেছে। স্বর্ণ তিনি টয়লেটে পেয়েছেন বলে দাবি করছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। Related posts:জামালপুরে অ্যাপের মাধ্যমে কৃষক নিবন্ধন কার্যক্রম শুরুময়মনসিংহে রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪পাহাড়ী ঢলে নেত্রকোণায় বাঁধের ভাঙন ঠেকিয়ে ফসল রক্ষার চেষ্টা Post Views: ২৩১ SHARES সারা বাংলা বিষয়: