জামালপুরে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ নতুন করে জামালপুর সদরের হাটচন্দ্রার এক ব্যক্তি, সরিষাবাড়ির হাসপাতলের ড্রাইভার ও দেওয়ানগঞ্জের এক শিশু আক্রান্ত হয়েছে। ১৫ জুন রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার প্রণয় কান্তি দাস। এছাড়াও রবিবার রাতে ইসলামপুরে একজন শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে জামালপুরের ১১০ জনের নমুনা পরীক্ষায় সদরের ১জন, দেওয়ানগঞ্জের ও সরিষাবাড়িতে একজনের করোনা পজিটিভ এসেছে। তারা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। সিভিল সার্জন জানান, জামালপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১৬ জন। এর মধ্যে সরিষাবাড়ী ৩৮, মেলান্দহ ৬৩, মাদারগঞ্জ ২৬, বকশীগঞ্জ ৪৭, দেওয়ানগঞ্জ ৩৩, ইসলামপুর ৭৪ ও সদর ১৩৫জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮২জন। Related posts:কুমিল্লা জুড়ে বিজয় মিছিল, বাঁধভাঙা উল্লাসজামালপুরে অ্যাপের মাধ্যমে কৃষক নিবন্ধন কার্যক্রম শুরুশেরপুরে বর্ণাঢ্য আয়োজনে খ্রিষ্টান ধর্মালম্বীদের বড় দিন উদযাপিত Post Views: ৪২৬ SHARES সারা বাংলা বিষয়: