৩০ লাখ শিশুকে করোনা প্রতিরোধী টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১ স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিগগিরই ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, জন্মনিবন্ধনের মাধ্যমে শিশুদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হবে। স্কুল থেকে সার্টিফাই করবে। ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা হাতে আছে। ১২-১৭ বছরের ৩০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। ১০ অক্টোবর রবিবার দুপুর আড়াইটায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানসে ভ্যাকসিন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশে আট কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত সাত কোটি ২২ লাখ টিকা পেয়েছি। এর মধ্যে তিন কোটি ৬১ লাখ মানুষকে প্রথম ডোজ এবং এক কোটি ৭৯ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন হাতে এক কোটি ৮১ লাখ ডোজ টিকা রয়েছে। তবে সুরক্ষা অ্যাপে নিবন্ধন আছে আরও পাঁচ কোটি ২০ লাখ মানুষের। জাহিদ মালেক বলেন, আগামী মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে পারবো। এ জনসংখ্যা দেশের ৭০ শতাংশ। তবে এখন করোনা নিয়ন্ত্রণে আসলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। Related posts:নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ইউপি মেম্বারসহ গ্রেপ্তার আরও ২হাওরের ৯০ ভাগ ফসল কাটা শেষ : কৃষি মন্ত্রীঅক্টোবরের আগে তফসিল নয়, ভোট হবে যথাসময়ে: সিইসি Post Views: ২০৪ SHARES জাতীয় বিষয়: