শ্রীবরদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে শ্রীবরদী থানার আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওই ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য আল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সদর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবু তাহের প্রমূখ। শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে মাদক, জুয়া ও বাল্য বিয়েসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডকে প্রতিহত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশ গ্রহণ করেন। Related posts:শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় গ্রেফতার ২তরুণ শিল্পপতি মনিরের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিতশ্রীবরদীতে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ২ কলেজছাত্র নিহত, আহত ১ Post Views: ১৮১ SHARES শেরপুর বিষয়: