ঝিনাইগাতীর মায়াবী লেকে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মায়াবী লেকে বিজিবির অভিযানে মাদক ক্রয়বিক্রয়কালে ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। ১৭ অক্টোবর রবিবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলো উপজেলার বাকাকুড়া গ্রামের আবু সাঈদের ছেলে নূরআলম (২৫), আবু মালেকের ছেলে সাগর মিয়া (১৯) ও তাওয়াকুচা গ্রামের আফসার আলীর ছেলে জাকির হোসেন (২৩)। অভিযানে নেতৃত্বদানকারী ময়মনসিংহ বিজিবির-৩৯ ব্যাটালিয়ানের তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মাহফুজুর রহমান জানান, তিনি সঙ্গীয় ফোর্সসহ ডিউটিরত অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে তাওয়াকুচা এলাকায় ওই স্থানে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়রত অবস্থায় অভিযুক্তদের হাতেনাতে আটক করেছেন। এ ব্যাপারে তিনি নিজে বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
উল্লেখ্য যে মায়াবী লেকে জনসাধারণের প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক বনায়ন, জীববৈচিত্র্য, ও বণ্যপ্রাণীর সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করছে জেলা প্রশাসন। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে জনসাধারণ প্রবেশে করছে ঝুঁকি নিয়ে। ফলে আশপাশে পর্যটকের ভিড় লেগেই আছে। পাশাপাশি নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। ফলে অতি উৎসাহে এখানে ঘুরতে এসে যেকোন সময় বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, মায়াবী লেক সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় এখানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে এখানে প্রবেশ করে যেকোন সময় বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি আগতদের মায়াবী লেকে প্রবেশ না করতে এবং এলাকায় অযথা ঘোরাঘুরি না করতে আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে তাওয়াকুচা বিজিবি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার হাই আকন্দ বলেন, মায়াবী লেক সীমান্ত অঞ্চলের একটি সংরক্ষিত এলাকা। এখানে জনসাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে এখানে প্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।