ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

হারুন অর রশিদ দুদু : সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়াা মাহফিল, মোটর সাইকেল শোভাযাত্রা এবং বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে যথাযোগ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। ২০ অক্টোবর বুধবার সকালে ঝিনাইগাতী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতির হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বাকাকুড়া দরবার শরীফের পীরজাদা হাফেজ মাওলানা মোঃ ইয়াকুব আলী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের উপদেষ্টা মোঃ নমশের আলম ও মুফতি মুহাম্মদ শাহীনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মোটর সাইকেল শোভাযাত্রা সহ এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে ঝিনাইগাতী আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ হাজার হাজার আশেকান, জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। শেষে মিলাদ-কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।