পথচারীদের সচেতন করতে ঝিনাইগাতীতে কঠোর অবস্থানে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

ঝিনাইগাতী থেকে হারুন অর রশিদ দুদু ॥ দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক বিষয় হিসেবে মাঠে নেমেছে সশস্ত্রবাহিনী। উপজেলা ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য তারা নিয়োজিত রয়েছে। ৪ এপ্রিল শনিবার বেলা ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসানের নেতৃত্বে ঝিনাইগাতী সদর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে একটি অভিযান পরিচালিত হয়। ঝিনাইগাতী সদর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে পথচারীরা অবাধে বিচরণ করতে যাতে না পারে সেজন্য পথচারীদেরকে সচেতন করার লক্ষ্যে মাঠে নামে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন। বারবার সতর্ক করার পরেও যারা সচেতন হননি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করছে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসান ১ হাজার ৫ শত টাকা জরিমানা করেন । যাতে তারা যার যার বাড়িতে অবস্থান করেন করোনা রোগ সম্পর্কে সচেতন হন। গত ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার মানুষ।