আমরা চাইলেও বিএনপি শক্তিশালী হতে পারছে না : তথ্যমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১ সরকার একটি শক্তিশালী বিরোধী দল চাইলেও বিএনপি তা হতে পারছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। কুমিল্লা ও রংপুরে সরকারের ইন্ধনে এসব ঘটনা ঘটেছে। সরকার বিরোধী দল শূন্য দেশ চায়- বিএনপির বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমরা চাই দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক। আমরা মনে করি, শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রকে সংহত করে। কিন্তু আমরা চাইলেও, বিএনপি শক্তিশালী হতে পারছে না। তিনি বলেন, বিএনপির জোট থেকেও নাকি পালিয়ে যাচ্ছে। বিএনপির রাজনীতিও বেশ কয়েকজন ইতোমধ্যে ছেড়ে দিয়েছে। কেন্দ্রীয় কমিটির কয়েকজন ঘোষণা দিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। দলটি ভোট এলে ভারতবিরোধী স্লোগান দেয় বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত দেশে সাম্প্রদায়িক রাজনীতি করে। ভোট এলে হিন্দু সম্প্রদায়কে ভোটকেন্দ্রে যেতে বারণ করে বিএনপি-জামায়াতই। এটি আসলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নয়, বাংলাদেশের চেতনার মূল বেদিমূলে হামলা। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থিতি থাকুক, এটি অবশ্যই সরকার চায়। যেকোনো সরকারের সেটিই কামনা। Related posts:বিদেশি প্রভুদের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদেরদেখতে ভদ্রলোক হলেও মির্জা ফখরুলের অন্তরে বিষ : ওবায়দুল কাদেরবঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা: ওবায়দুল কাদের Post Views: ১৫৪ SHARES রাজনীতি বিষয়: