ডিজিটাল নয়, সেকেলে চিঠিওয়ালার প্রেমটাই পছন্দ মাহির অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১ প্রথম স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি। সম্প্রতি নতুন বাড়িতে উঠেছেন ঢালিউডের আলোচিত এই নায়িকা। এত নতুনের মাঝে পুরো প্রেমই খুঁজে বেড়াচ্ছেন মাহি। মাহি ফেসবুকে লিখেছেন, ‘আচ্ছা প্রিয়তম, সবাই সবাইকে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে টেক্সট করে ‘লাভ ইউ’, ‘মিস ইউ’ অথবা ‘খেয়েছো?’, ‘ঘুমিয়েছো?’ কত কী… তুমি এগুলো আমাকে চিঠিতে লিখতে পারো না? এত এত ডিজিটালের মাঝে আমি তো সেকেলে চিঠিওয়ালার প্রেমটাই খুঁজেছিলাম।’ উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর দীর্ঘদিনের বন্ধু রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এর আগে ২০১৬ সালের ২৫ মে অপুকে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরের মে মাসে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি-অপু জুটি। Related posts:মা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া!আলোচনায় আফরান নিশোবনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন মিষ্টি মেয়ে কবরী Post Views: ১৮৫ SHARES বিনোদন বিষয়: