শেরপুরে উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১ ‘নৈঃশব্দ ভেঙে জেগে ওঠো দ্রোহে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শেরপুরের প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার অনুষ্ঠানটি উদ্বোধন করেন। উদীচী শেরপুর জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক তপন সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা অনুষ্ঠানে উদীচী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক রীতেশ কর্মকারের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, উদীচী শেরপুর জেলা সংসদের সাবেক সভাপতি কমল চক্রবর্তী, ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আ.স.ম সোহেল নয়ন, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক আইরিন পারভীন, সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা যুথী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠী একটি অন্যতম সাংস্কৃতিক সংগঠন। স্বাধীনতার পূর্বে যে উদ্দেশ্য নিয়ে উদীচী প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীন বাংলাদেশে উদীচীর গুরুত্ব তার চেয়ে বেশি বেড়ে গেছে। উদীচীর কার্যক্রম একমাত্র দেশকে সুস্থ এবং সাম্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সঙ্গীত, একক সংগীত ও কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। Related posts:ঝিনাইগাতীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনাও সাংস্কৃতিক অনুষ্ঠানতীব্র শীতে কাবু নকলার মানুষ, জীবনযাত্রা ব্যাহতনালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, পাম্প ও মোটরসাইকেল জব্দ Post Views: ১৫৮ SHARES শেরপুর বিষয়: