শেরপুরের ৭৪টি গীর্জায় বড়দিন পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১ শেরপুরে করোনা বিভিন্ন গীর্জায় সীমিত পরিসরে কেবলমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর শনিবার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর খ্রিস্টান ধর্মপল্লীতে সকালে ধর্মীয় উপাসনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ডেভিট বিপুল দাস সিএসসি। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন আতঙ্কে অন্যবারের মতো এবার কেক কাটা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়নি। তবে সন্ধ্যায় বাড়ি বাড়ি কীর্ত্তন ও প্রীতি ভোজের আয়োজন ছিলো। অন্যান্য বছরের মতো এবার জেলার বাইরের আত্মীয়-স্বজনদের আগমনও হয়নি খুব একটা। বড়দিন উপলক্ষে গির্জার বাইরে খোলা মাঠে শিশুদের খেলনা ও বড়দের বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকানপাঠের মেলাও বসেনি। এবার জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদীসহ সদর উপজেলার মোট ৭৪টি গীর্জায় সীমিত পরিসরে বড়দিন পালন করা হয় । Related posts:শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুনকলায় নিজ বসতঘরে ঝুলছিলো মানুষিক ভারসাম্যহীন যুবকের মরদেহআমন ধান চাষে প্রতি একরে কৃষকের নিট লাভ ২০ হাজার টাকা Post Views: ১৭৪ SHARES শেরপুর বিষয়: