ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১ হারুন অর রশিদ দুদু : “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় যুব দিবস-২০২১ পালিত হয়েছে। ১লা নভেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের অয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী থানার এসআই ফরিদ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমসহ বিভিন্ন যুব সংগঠনের সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদ পত্র ও ৫ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে সাজাপ্রাপ্ত আসামিকে হাতকড়ার বদলে ফুলএবার অসহায়দের মাঝে ঈদ উপহার দিলো রক্ত সৈনিক বাংলাদেশ ও শেরপুর গ্রেজুয়েট ক্লাবতীব্র গরমে খেটে খাওয়া শ্রমিকদের মাঝে সাবেক এমপি শ্যামলীর বিশুদ্ধ পানি, খাবার ও শরবত বিতরণ Post Views: ২২৬ SHARES শেরপুর বিষয়: