কুমিল্লায় কার্যালয়ে ঢুকে বৃষ্টির মতো গুলি বর্ষণ, সিটি কাউন্সিলরসহ গুলিবিদ্ধ ৯ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২১ কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলের কার্যালয়ে ঢুকে বৃষ্টির মতো গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে তিনিসহ ৯জন গুলিবিদ্ধ হয়েছেন। কাউন্সিলর সোহেলের অবস্থা আশংকাজনক। ২২ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তার নগরীর পাথুরিয়াপাড়া এলাকার কার্যালয়ে এঘটনা ঘটে। আরো গুলিবিদ্ধ হয়েছেন ওই এলাকার আওলাদ হোসেন রিজু (২৩), জুয়েল (৪০), রাসেল (২৮), হরিপদ সাহাসহ (৬০) আটজন। এদের মধ্যে হরিপদ নামে একজনের অবস্থাও আশঙ্কাজনক। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর গুলির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন মুখোশধারী কাউন্সিলরের অফিসে প্রবেশ করে। এসময় সোহেল স্থানীয় কয়েকজনের সাথে কথা বলছিলেন। অফিসে প্রবেশ করে মুখোশধারীরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। গুলিবিদ্ধ সোহেল নিজের চেয়ার থেকে ফ্লোরে পড়ে যান। গুলির শব্দ শুনে স্থানীয়রা এসে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে গুলিবিদ্ধদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক নাফিজ জানান, কাউন্সিলর সোহেলের অবস্থা সংকটাপন্ন। তার শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। আমরা সকল বিষয় পর্যবেক্ষণ করছি। Related posts:কিশোরগঞ্জে পুকুর থেকে চেম্বারের সাবেক সভাপতির মরদেহ উদ্ধারময়মনসিংহে সেই লাগেজ থেকে মিলল মস্তকবিহীন দেহঅন্তঃসত্ত্বা নারীকে তিন দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ Post Views: ২২১ SHARES সারা বাংলা বিষয়: