ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১২ ডিসেম্বর রবিবার বিকাল চারটার দিকে উপজেলার লেকেরপাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা ইউটার্ন নেয়ার সময় উল্টে যায়। পরে পিছন দিক থেকে একটি অজ্ঞাত ট্রাক ঐ সিএনজিটিকে চাপা দিলে অজ্ঞাত বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।