প্রেমের টানে তুরস্কের তরুণী ময়মনসিংহে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১ তুরস্ক থেকে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন এক তরুণী। নাম আয়েশা ওজতেকিন। শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছার হুমায়ুন কবিরের সাথে। এরইমধ্যে তুর্কি তরুণীর বাংলাদেশে আসার খবর এলাকায় জন্ম দিয়েছে আলোচনার। নতুন দম্পতিকে দেখতে আসছেন আশপাশের শতশত লোকজন। গতকাল ১০ ডিসেম্বর শুক্রবার বাঙালি রীতিনীতি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় আয়েশা ওজতেকিন ও হুমায়ুনের। হুমায়ুন কবির মুক্তাগাছার মো. হাসানের ছেলে আয়েশা ওজতেকিন, তুরস্ক থেকে প্রেমিকের হাত ধরে এসেছেন ময়মনসিংহের মুক্তাগাছায়। আয়েশা ওজতেকিন বলেন, ‘আমার বাবা রাজি ছিলেন না এই সম্পর্কে আমার মা বাবাকে বুঝিয়ে রাজী করিয়েছেন। ও আমার অনেক কেয়ার করে। তার গুণ বলে শেষ করা যাবে না। আমি ওকে অনেক ভালোবাসি।’ এ সময় তুর্কি তরুণী আয়েশাকে বিয়ে করা হুমায়ুন কবির বলেন, ও অনেক বাংলা গান শোনে, নাটক দেখে। যদিও বাংলা তেমন একটা বোঝে না, তাই সাবটাইটেল দিয়ে দেখে। আর বাংলাদেশি ড্রেসও তার খুব পছন্দ, আমি যখন গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম ওর জন্য। তাছাড়া আয়েশা ওজতেকিন ময়মনিসংহে এসে এখানকার মানুষের আতিথীয়তায় মুগ্ধ। অভিভূত সবার আন্তরিকতা দেখে। আয়েশা ওজতেকিন বলেন, ময়মনসিংহ আমার খুব ভালো লাগছে, এখানকার মানুষ অনেক আন্তরিকও। আমার শশুর-শাশুড়ি আমাকে অনেক আদর করেন। হুমায়ুন কবিরের বাবা হাসান আলী বলেন, এরইমধ্যে আয়েশা ওজতেকিন শাশুড়ির মন জয় করে নিয়েছেন। তারা যদি সংসার জীবনে সুখী হয় তাহলে আমরা খুশি থাকবো। জানা যায়, গত ২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যান হুমায়ুন কবির। এরপর ২০১৮ সালে, আনাতোলিয়া শহরের লাইফ হসপিটালে চাকরির সুবাদে হাসপাতালেরই প্রধান হিসাবরক্ষক আয়েশা ওজতেকিনের সাথে পরিচয়। পরে হয় প্রেম। Related posts:যমুনা সারকারখানা পরির্দশন ও মতবিনিময় সভাময়মনসিংহে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ ১০, বিদ্রোহী ৮, স্বতন্ত্র জয়ী ১০শেরপুরে খোলা বাজারে ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু Post Views: ১৬৪ SHARES সারা বাংলা বিষয়: