প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য; ক্ষমা চাইলেন আলাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করা আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আলাল এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চান। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে দূরে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমিতো ভুলের ঊর্ধ্বে নই। তাই বলছি কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভূতিতে, তাদের সকলের নিকট আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে উক্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি। Related posts:টুইন পিক টাওয়ারের ১২ রেস্তোরাঁ সিলগালাট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৯ মামলাসপরিবারে করোনা আক্রান্ত ধর্ম সচিব Post Views: ১৮১ SHARES জাতীয় বিষয়: