তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভারতের রাষ্ট্রপতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১ তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ ১৫ ডিসেম্বর বুধবার সকালে একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন ভারতের রাষ্ট্রপতি। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিবস উদযাপন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন তিনি। সফরের তৃতীয় দিন আগামী শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনার কালীমন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন। একই দিন দুপুরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই বাংলাদেশে প্রথম সফর। এর আগে ২০১৩ সালের মার্চে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায় এসেছিলেন। Related posts:দেশবাসীকে সরকারি নির্দেশনা মানার আহ্বান কাদেরেরপদ্মা সেতুতে বসল ৩৭তম স্প্যান, দৃশ্যমান সাড়ে ৫ কিলোমিটারগণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে : তথ্য প্রতিমন্ত্রী Post Views: ১৬৮ SHARES জাতীয় বিষয়: