শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। পরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রমুখ। পরে জেলা বিচার বিভাগের পক্ষ থেকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিচার বিভাগ, জেলা আইনজীবী সমিতি, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব, উইমেন্স চেম্বার অব কমার্স, মহিলা পরিষদ, রেড ক্রিসেন্ট, রোটারী ক্লাব, সাপ্তাহিক শ্যামলী শেরপুর, শ্যামলীনিউজ২৪ডটকম, শ্যামলবাংলা২৪ডটকম, সাপ্তাহিক দশকাহনীয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ও পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ অন্যান্যরা। সকাল ১০টায় বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বেলা আড়াইটায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বেলা সাড়ে তিনটায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। Related posts:নকলায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ৩ নেতা আটকঝিনাইগাতীতে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ননালিতাবাড়ীতে মা-মেয়েকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ Post Views: ১৭৩ SHARES শেরপুর বিষয়: