শেরপুরে ঝুলন্ত অবস্থায় নববধূর লাশ উদ্ধার ॥ স্বামী পলাতক

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুন ৪, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শহরের দিঘারপাড় এলাকায় স্বামীর বাড়ি থেকে ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তানজিনা বেগম (১৮) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ জুন বৃহস্পতিবার বিকেলে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত তানজিনা শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের হারুনুর রশীদের মেয়ে। ওই ঘটনার পর পরই স্বামী ইজিবাইক চালক মঞ্জু মিয়া এবং তার বাড়ির লোকজন পালিয়েছে।
জানা যায়, মাত্র ৬ মাস আগে ইজিবাইক চালক মঞ্জু মিয়ার সাথে তানজিনা বেগমের বিয়ে হয়েছিলো। বিয়ের পর থেকেই তাদের মাঝে পারিবারিক কলহ চলছিলো। মঞ্জু মিয়া এর আগেও বিয়ে করেছিলো। কিন্তু নানা কলহের কারণেই ওই সংসার ভাঙে। তানজিনার পরিবারের অভিযোগ, তাকে নির্যাতনে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার শহরের দিঘারপাড় থেকে গৃহকর্তার ঘরে গৃহবধুর ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে সেটা হত্যা না আত্মহত্যা।