জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করলেন শেরপুরের হাজার হাজার মানুষ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১ মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশের ন্যায় শেরপুরেও জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করেছেন হাজার হাজার মানুষ । ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে ভার্চুয়ালি ওই শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোকজন স্টেডিয়ামে জড়ো হন। ছোট-বড় সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। শপথ গ্রহণ অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দেশমাতৃকার প্রতি সম্মান আর ভালোবাসা জানিয়ে দেশের প্রধানমন্ত্রীর সাথে কন্ঠ মিলিয়ে অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলাদেশ গড়ার শপথ নেন। শপথ গ্রহণকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, ডিসি পত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, পুলিশ সুপার পত্নী ও পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ প্রশাসন ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। Related posts:শেরপুরে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতশেরপুরে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জনসচেতনাতামূলক মতবিনিময়সারাদেশে নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন-বিক্ষোভ মিছিল Post Views: ১৩০ SHARES শেরপুর বিষয়: