ঝিনাইগাতীতে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১ শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শামছুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ছাত্রলীগ মশিউর রহমান, শাহরিয়ার খান শাওন প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। Related posts:শেরপুরে গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসকঝিনাইগাতীতে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধনশ্রীবরদীতে আদিবাসী মুক্তিযোদ্ধা ফিলিসনের পরিবারের দিনকাটে অনাহারে Post Views: ১১৩ SHARES শেরপুর বিষয়: