শেরপুরে টানা ৪র্থ রাতের মতো শীতার্তদের মাঝে আদরজান ফাউন্ডেশনের কম্বল বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১ একটি শীতবস্ত্র হলো, একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র। তাই মানবিক দিকগুলো বিবেচনা করে যেখানে শীতকালে তীব্র শীতে স্থবির হয়ে যায় সবকিছু সেখানে অন্তত শীতকালের মানবিক সাহার্য্য হিসেবে একটি মোটা কম্বল অসহায় মানুষগুলোর গায়ে জড়িয়ে দেয়ার মতো প্রশান্তি আর নেই। হঠাৎ করেই শেরপুরে জেঁকে বসেছে শীত। এই শীতের রাতে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত অসহায় মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে টানা ৪র্থ রাত ধরে শেরপুর সদর উপজেলা ও পৌর এলাকাসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে অসহায়-দরিদ্র ও ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করছেন সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ২০ ডিসেম্বর সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় ভাসমান মানুষের মাঝে নিজ হাতে তুলে দেন সাবেক সংসদ সদস্য শ্যামলী। ওইসময় জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, হঠাৎ করেই শেরপুরে জেঁকে বসেছে শীত। এই শীতের রাতে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত অসহায় মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে পৌর এলাকাসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শহরের ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে সাবেক এমপি শ্যামলী নিজে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন। তিনি গাড়ি থেকে নেমে যখন হতদরিদ্র রিকশা চালক, দিনমজুর, হোটেল শ্রমিক, ভবঘুরে, অপ্রকৃতিস্থ শীতার্ত ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করছিলেন, তখন তা দেখে অনেক পথচারীই হকচকিয়ে যান এবং এই মহতি উদ্যোগের প্রশংসা করেন। Related posts:নির্বাচন যথাসময়ে হবে, লাফালাফি করে লাভ নেই : মতিয়া চৌধুরীনেত্রকোনায় জামানত বাজেয়াপ্ত হচ্ছে ১৫ চেয়ারম্যান প্রার্থীরপ্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৩তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া ও খাবার বিতরণ Post Views: ১৯১ SHARES শেরপুর বিষয়: