শেরপুরে ভাতশালা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ সাবেক এমপি শ্যামলী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১ শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে শীতার্তদের মাঝে আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ২০ ডিসেম্বর সোমবার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সুবিধা বঞ্চিত গরীব, অসহায় শীতার্তদের কাছে নিজ হাতে কম্বল তুলে দেন সাবেক সংসদ সদস্য শ্যামলী। ওইসময় সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু, কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, একটি শীতবস্ত্র হলো, একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র। তাই মানবিক দিকগুলো বিবেচনা করে যেখানে শীতকালে তীব্র শীতে স্থবির হয়ে যায় সবকিছু সেখানে অন্তত শীতকালের মানবিক সাহার্য্য হিসেবে একটি মোটা কম্বল অসহায় মানুষগুলোর গায়ে জড়িয়ে দেয়ার মতো প্রশান্তি আর নেই। পর্যায়ক্রমে শেরপুর সদর উপজেলায় তার এ কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। Related posts:ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত ১৬ জন সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনাশেরপুরে ব্যাটারির জন্য অটোচালককে হত্যা, ১৮ দিন পর মরদেহ উদ্ধারশেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা Post Views: ১৯৯ SHARES শেরপুর বিষয়: