শপথ নিলেন শেরপুর সদরের ১৪ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যবৃন্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১ শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ নিয়েছেন। ২৫ ডিসেম্বর শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে সদর উপজেলার নবনির্বাচিত ১৪ জন চেয়ারম্যান, ১২৬ জন সাধারণ সদস্য ও ৪২ জন সংরক্ষিত মহিলা সদস্য অংশ নেন। শপথ গ্রহণকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ঝিনাইগাতীর কোচপল্লীতে করোনা সচেতনতা ক্যাম্পেইনশেরপুরে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরাশেরপুরে পাশাপাশি কবরে চিরনিদ্রায় বাবা-মা-ছেলে-মেয়ে Post Views: ২৫৬ SHARES শেরপুর বিষয়: