নালিতাবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচী

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী ॥ শেরপুরের নলিতাবাড়ীতে ২১ জুন রোববার দুপুরে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষি প্রনোদনা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিস চত্বরে পরিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ওসার সরবরাহ সহায়তা প্রদান বাবদ কৃষি প্রনোদনা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর কবির। একটু পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশাসহ অন্যান্যরা।