নালিতাবাড়ীতে আদিবাসী গৃহবধুকে অপহরণ চেষ্টার অভিযোগে যুবক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১ নালিতাবাড়ী প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক আদিবাসী গৃহবধুকে অপহরণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম মায়াঘাসি এলাকার ছমেদ আলীর ছেলে। জানা গেছে, অভিযুক্ত শফিকুল ইসলাম মায়াঘাসি এলাকার গারো আদিবাসী মাইকেল হাউই এর বিবাহিতা কন্যা জেনিয়া চাম্বুগংকে (২২) প্রায় এক মাস যাবত বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিবাহিত ওই গৃহবধুর পরিবার এনিয়ে শফিকুলকে বাঁধা দিলে শফিকুল আদিবাসী পরিবারকে নানা রকম ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিত। একপর্যায়ে সোমবার রাত সাড়ে দশটার দিকে মায়াঘাসি এলাকার একটি শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে শফিকুল ইসলাম ও ৪/৫ জন যুবক মিলে গৃহবধু জেনিয়া চাম্বুগংকে মায়াঘাসি পাহাড়ের জঙ্গলে দিকে নিয়ে যেতে চায়। এসময় ওই আদিবাসী গৃহবধুর ভাই বানার্ড দিও বাঁধা দিতে গেলে শফিকুল তার উপর চড়াও হয়। পরে তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে শফিকুলকে আটক করে। এ ঘটনায় স্থানীয় যুবক পলাশ সাংমা ৯৯৯ নম্বরে ফোন দিলে থানা পুলিশ শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেনিয়া চাম্বুগং এর পরিবার নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। জেনিয়ার ফুফা ও অভিযোগকারী জয় মারাক বলেন, আমার ভাগ্নি জেনিয়া বিবাহিত ও এক সন্তানের মা। ভাগ্নির স্বামী ঢাকায় কাজে যুক্ত থাকার সুযোগে শফিকুল মাঝে মধ্যেই নানা কু-প্রস্তাব দিত ও উত্যক্ত করতো। সোমবার রাতে শফিকুল জেনিয়াকে অপহরণ করার উদ্দেশ্যে জঙ্গলে নিয়ে গেলে এলাকাবাসী তাদের উদ্ধার করে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ৯৯৯ নম্বরে এ ফোন পেয়ে অভিযুক্ত শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সেইসাথে অপহরণ চেষ্টার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। Related posts:শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র-নাগরিক মতবিনিময় অনুষ্ঠিতশেরপুরে বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাহেলা আক্তারতীব্র গরমে খেটে খাওয়া শ্রমিকদের মাঝে সাবেক এমপি শ্যামলীর বিশুদ্ধ পানি, খাবার ও শরবত বিতরণ Post Views: ১২৭ SHARES শেরপুর বিষয়: