নকলায় পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের কম্বল বিতরণ

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

শেরপুরের নকলায় ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নে পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনেরর উদ্যোগে শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে পাঠাকাটা বাজারে এক সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইয়াসিন মিয়া। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব হাসান। ওইসময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।