শ্রীবরদীতে গরুর অভিনব মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২ শেরপুরের শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কৃষি ক্ষেতে গেল গরুর দৌঁড়রের অভিনব প্রতিযোগিতা। আর এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ২৩ জানুয়ারি রবিবার বিকেলে হাজারো মানুষের মেলা বসে ওই মাঠে। জানা গেছে, ৪টি ষাঁড় ও গরুর সাথে মই নিয়ে তৈরি হয় একটি দল। নাম গরুর দৌঁড় হলেও দলে ২ জন মানুষও থাকে নিয়ন্ত্রক হিসেবে। প্রতি বছর এই সময়ে জেলার বিভিন্ন জায়গার এমন আয়োজন হলেও দীর্ঘদিন ধরে গরুর এমন অভিনব প্রতিযোগিতা আয়োজন করেছে এলাকাবাসী। আর তাইতো হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক আসে মই খেলা দেখতে। খেলা দেখতে আসা শ্রীবরদীর বাসিন্দা আলম মিয়া বলেন, খুব সুন্দর খেলা হয়েছে। আমরা খুব আনন্দ পেয়েছি। এমন খেলা প্রতি বছর যেনো হয়। পাশেই আরেক লাল মিয়া এসেছেন ভেলুয়া থেকে। তিনি বলেন, আমি এই বয়সেও দূরে দূরে যাই এই খেলা হলে, এই খেলা আমার খুব ভালো লাগে। মেলা মানুষ আইছে। প্রতিযোগিতারা জানালেন, বাপ দাদার আমল থেকেই এ খেলায় যুক্ত তারা। সাধুরপাড় এলাকায় প্রতিযোগি বিল্লাল মিয়া বলেন, মেলাদিন ধরে এই খেলার সাথে যুক্ত, যেখানেই খেলা হয় আমি যাই। ইনশাআল্লাহ জয়ী হয়েও আসি। আয়োজক কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এ খেলা ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। আয়োজকরা আরও জানান, ১৫দিনব্যাপি এমন আয়োজনে মোট ৫দিন খেলা হয়। চুড়ান্ত দিনে প্রথম হয় বকসীগঞ্জের সাধুরপাড়ের বিল্লাল, দ্বিতীয় বকসীগঞ্জের সাঝিমারা দশেরদোয়া ও তৃতীয় ইসলামপুরের জুনাইতমদের মই। তারা যথাক্রমে পুরস্কার হিসেবে পান ফ্রিজ, এলইডি ও ফ্যান। খেলায় অংশ নেয় শেরপুর, জামালপুর ও বিভিন্ন উপজেলার ১০টি গরুর মই। Related posts:শ্রীবরদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যুঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিম...বিদেশে যাচ্ছে শেরপুরের গারো পাহাড়ের মধু Post Views: ২০৫ SHARES শেরপুর বিষয়: