শেরপুরে জাতীয় পার্টির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি ও সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য শেরিফা কাদের এমপির আশু রোগ মুক্তি কামনায় শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে জানুয়ারী বুধবার বিকালে শেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে দলের খরমপুর কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো ইলিয়াজ উদ্দিন, শেরপুর শহর জাতীয় পার্টির আহবায়ক কাউন্সিলর হারুন জিলানী সরকার, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এসএম আরশাফ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি শাহনেওয়াজ শাহিন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সিদ্দিকী, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, যুব নেতা মোহাম্মদ আলী, খোয়াজ আলী, সহ জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।