শ্রীবরদীতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মে ৫, ২০২৪ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মে) বিকেল ৪ টায় শ্রীবরদী সরকারি কলেজ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ও ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় নির্বাচনী আচরণ বিধ, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা সহ প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করে করণীয় বর্জনীয় সংক্রান্তে প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। Related posts:শিক্ষার্থী রুকুনুজ্জামান অপহরণ ॥ অতঃপর ঝিনাইগাতীতে উদ্ধার ॥ গ্রেফতার ১নকলায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণশেরপুরে উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Post Views: ৯৯ SHARES শেরপুর বিষয়: